বাংলাদেশের রোগীদের সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ঢাকায় ‘এমজিএম হেলথকেয়ার কানেক্ট সেন্টার’ চালু করেছে এমজিএম হেলথকেয়ার। এই সেন্টার থেকে এমজিএম হেলথকেয়ার বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের রোগীদের আধুনিক স্বাস্থ্যসেবা প্রদান করতে পারবে।
এমজিএম হেলথকেয়ারের ডিরেক্টর ডা. প্রশান্ত রাজাগোপালন আনুষ্ঠানিকভাবে অত্যাধুনিক এই সেন্টারের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে এমজিএম হেলথ কেয়ারের ডিরেক্টর এবং গ্রুপ হেড-ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড স্পাইনাল ডিসঅর্ডার ডা. শ্রীধর কে, সিনিয়র কনসালটেন্ট এবং হেড-ইএনটি, হেড অ্যান্ড নেক সার্জারি ডা. সঞ্জীব মোহান্তি, ইনস্টিটিউট অফ লিভার ট্রান্সপ্ল্যান্ট অ্যান্ড এইচপিবি সার্জারির ডিরেক্টর ডা. থিয়াগরাজন শ্রীনিবাসন এবং ক্লিনিক্যাল লিড ইনস্টিটিউট অব রেনাল সায়েন্সেস অ্যান্ড কিডনি ট্রান্সপ্লান্টের ডিরেক্টর ডা. ভি চন্দ্রশেকরন এবং পরে প্রতিষ্ঠানটি স্থানীয় একটি হোটেলে ৪০টি কর্পোরেট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে।
চুক্তি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী একেএম মোজ্জাম্মেল হক, এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা মোশাররফ করিম ও রুবিনা রেজা জুঁই এবং বিভিন্ন সংগঠনের নেত্রীবৃন্দ।
বিডি প্রতিদিন/নাজমুল