বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে বরিশালে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শক্তিশালী জাতীয় তামাক নীতি প্রণয়নের দাবিতে বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। তামাক বিরোধী সংগঠন গ্রামবাংলা উন্নয়ন কমিটি, বিএনটিটিপি ও ম্যাপ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
বরিশাল তামাক নিয়ন্ত্রণ সামাজিক কমিটির সহসভাপতি অধ্যাপক টুনু রানী কর্মকারের সভাপতিত্বে এবং ম্যাপের নির্বাহী পরিচালক শুভংকর চক্রবর্তীর সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন জেলা মানবাধিকবার জোটের সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান, বিএম কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক স ম ইমানুল হাকিম, রনজিত দত্ত, কাজী এনায়েত হোসেন শিবলু, রাবেয়া বশরী ও শিশু সংগঠক জীবন কৃষ্ণ দেসহ অন্যান্যরা।
বিডি প্রতিদিন/এএ