ঢাকার কেরানীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. শরীফ (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার রাত ৯টা ৪৫ মিনিটে কলাতিয়া আটিবাজার রোডের রঞ্জিতপুর বাইতুল আকসা জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরীফের বাড়ি ভোলা জেলায়। তিনি দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশার চালক ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার মোহাম্মদপুর থেকে যাত্রী নিয়ে কেরানীগঞ্জের কলাতিয়া বাজারে এসেছিলেন শরীফ। ফেরার পথে রঞ্জিতপুর বাইতুল আল আকসা জামে মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ঘটনাস্থলেই নিহত হন।
প্রত্যক্ষদর্শী মামুন বলেন, আমি বাসায় ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনি। রাস্তায় এসে দেখি একটি সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে পড়ে আছে। নিচে রক্তমাখা চালকের লাশ। অপরদিকে বেপরোয়া ট্রাকটি পালাতে গিয়ে আরেকটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে স্থানীয় বাসিন্দারা ট্রাক চালককে পুলিশে সোপর্দ করে।
ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে জানিয়ে কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, ট্রাক চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ