চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বরিশালে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার রাত ৮টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে থেকে প্রগতিশীল ছাত্র সংগঠন সমূহের ব্যানারে এক মশাল মিছিল বের হয়।
মিছিলটি দক্ষিণ সদর রোডের কেন্দ্রিয় শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল থেকে জুনায়েদ সাকীর উপর হামলকারীদের বিচার চেয়ে নানা শ্লোগান দেয়া হয়।
বিডি প্রতিদিন/এএ