২৪ জুন, ২০২২ ১৭:৫০

দুই মাদ্রাসাছাত্রকে গরম পানিতে ঝলসে দেওয়ার অভিযোগ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

দুই মাদ্রাসাছাত্রকে গরম পানিতে ঝলসে দেওয়ার অভিযোগ

জামিয়া আরাবিয়া রহিম নেওয়াজ খান হাফিজিয়া মাদ্রাসা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকার জামিয়া আরাবিয়া রহিম নেওয়াজ খান হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্রকে গরম পানিতে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে। এ সময় আরও চারজনকে মাথা ন্যাড়া করে দেওয়া হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার শ্রীফলতলী এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহতরা হলেন-উপজেলার সৈয়দপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে রাকিবুল ইসলাম (১৫) ও একই উপজেলার শ্রীফলতলী এলাকার আনোয়ার হোসেনের ছেলে আবরার হাসান জিসান (৯)।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত এগারোটার দিকে জামিয়া আরাবিয়া রহিম নেওয়াজ খান হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্রকে গরম পানি দিয়ে ঝলসে দেয় মাদ্রাসার শিক্ষকরা। এ সময় আরও চারজনকে মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার এ ঘটনায় মাদ্রাসা কর্তৃৃপক্ষের সাথে কথা বলতে চাইলে তারা কথা বলতে রাজি হয়নি।

পরে আহত ছাত্রদের স্বজনরা ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে জানায়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের সামনে আহত ছাত্রদের হাজির করেনি মাদ্রাসার কর্তৃপক্ষ। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে স্বজনদের বুঝিয়ে পরিবেশ শান্ত করেন। পুলিশ মাদ্রাসার ভেতরে গিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলেন। কথা বলা শেষে মাদ্রাসার বাইরে এসে ওই ছাত্রদের স্বজনদের থানায় অভিযোগ দিতে বলেন।

কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর