৭ আগস্ট, ২০২২ ১৬:২৬

বন্যা-বৃষ্টির পর রংপুরে শুরু হয়েছে মৃদু তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বন্যা-বৃষ্টির পর রংপুরে শুরু হয়েছে মৃদু তাপপ্রবাহ

প্রতীকী ছবি

বন্যা-বৃষ্টির পর রংপুরসহ আশপাশ এলাকার প্রকৃতি রুক্ষ হয়ে উঠতে শুরু করেছে। দুই দিন থেকে মৃদু তাপপ্রবাহ বইতে শুরু করেছে। সর্বত্রই এখন বিরাজ করছে গরমের আবহ।

রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, পহেলা আগস্ট রংপুরে বৃষ্টিপাত হয়েছে ৮২ দশমিক ২ মিলিমিটার। ওই বৃষ্টিতে অনেকের মাঝে স্বস্তি নেমে আসে। ২ আগস্ট শূন্য দশমিক ৭ মিলিমিটার, ৩, ৪, ৫ আগস্ট বৃষ্টি শূন্যের কোঠায় ছিল। ৬ এবং ৭ আগস্ট মাত্র ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

রবিবার রংপুর এবং আশপাশ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। প্রতিদিনই তাপমাত্রা বাড়ছে। মাঝে মধ্যে আকাশে মেঘের ভেলা ভেসে বেড়ালেও বৃষ্টি নেই। ফলে প্রচণ্ড গরমে হাঁসফাঁস উঠেছে জনজীবনে।

রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ কামরুল হাসান বলেন, আরও দুই দিন মৃদু তাপমাত্রা অব্যাহত থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে এবং শনিবার থেকে তিস্তাসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে এই অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি করে। এই অবস্থায় প্রকৃতিতে গরম আবহাওয়া বিরাজ করছে। এতে জনজীবনে অস্বস্তি এনে দিয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর