৭ আগস্ট, ২০২২ ১৭:০১

৭৫ দিন ধরে প্রেস ক্লাবের সামনে মৎস্যের ৫১২ কর্মচারি

নিজস্ব প্রতিবেদক

৭৫ দিন ধরে প্রেস ক্লাবের সামনে মৎস্যের ৫১২ কর্মচারি

মৎস্য অধিদফতরের ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের ৫১২ কর্মচারী চাকরি রক্ষার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা ৭৫ ধরে মানববন্ধন, অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছেন। 

এরপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আশ্বাস না পাওয়ায় কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। 

চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে বলছেন, দীর্ঘ সাত বছর মাঠ পর্যায়ে আলোকিত করে দেশের মৎস্য সম্পদ উৎপাদন বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালন করে আসা দক্ষ জনবল রাস্তায় বসে আছেন। সংশ্লিষ্টরা একটিবারের জন্যও সামান্য সহানুভূতি বা আশ্বাস দেওয়ার প্রয়োজন বোধ করছে না। 

বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক জসিম প্রমুখ। যুগ্ম সম্পাদক রকিবুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান, কোষাধ্যক্ষ মো. সুমন হোসেন, ইশরাত জাহান প্রমুখ।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর