রাজধানীতে ১০ কেজি গাঁজাসহ ওহাব আলী (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। আজ বুধবার রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৩ এর পুলিশ সুপার (এসপি) বীণা রানী দাস গণমাধ্যমকে জানান, গোপন সূত্রে জানা যায় যে দেশের সীমান্তাবর্তী এলাকা থেকে গাঁজা এনে তা রাজধানীতে বিক্রির জন্য অবস্থান করছেন এক ব্যক্তি। পরে মতিঝিলে এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওহাব আলীকে আটক করে তার দেহ এবং বহনকৃত টলি ব্যাগ তল্লাশী করে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, আটক ওহাব দীর্ঘদিন ধরে দেশের সীমান্ত এলাকা থেকে গাঁজা এনে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/শফিক