১১ আগস্ট, ২০২২ ০৪:৪৫

কচুক্ষেতে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় গ্রেফতার দুইজন কারাগারে

অনলাইন ডেস্ক

কচুক্ষেতে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় গ্রেফতার দুইজন কারাগারে

আলাউদ্দিন ও শাহজালাল। ফাইল ছবি

রাজধানীর কচুক্ষেত এলাকায় রজনীগন্ধা মার্কেটে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় করা মামলায় দুই আসামির রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে যাওয়া দুই আসামি হলেন- আলাউদ্দিন ও শাহজালাল।

এর আগে গত রবিবার এই দুইজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত। সেই রিমান্ড শেষে বুধবার তাদের আদালতে হাজির করা হলে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে রাখার আবেদন করে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঘটনার বিবরণী থেকে জানা যায়, গত ২৯ জুলাই রজনীগন্ধা মার্কেটের নিউ বিসমিল্লাহ্ জুয়েলার্সের মালিক দুপুরে পার্শ্ববর্তী রূপনগর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। নামাজ শেষে তিনি রাস্তায় পেয়ারা কেনার সময় জানতে পারেন তার দোকানের সাটার খোলা। তিনি দ্রুত দোকানে গিয়ে দেখেন, স্বর্ণের ৪০ ভরি ও রুপার ৫০ ভরি গহনা চুরি হয়ে গেছে।

ঘটনার পরদিন ওই স্বর্ণ ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে রূপনগর থানায় একটি মামলা হয়। মামলার পর গত ৫ আগস্ট দিনগত রাত সাড়ে ৩টায় চট্টগ্রামের কর্ণফুলী থানার স্বর্ণারটেক গ্রাম থেকে মো. আলাউদ্দিন নামে একজনকে গ্রেফতার করা হয়। এর পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৭ আগস্ট সন্ধ্যায় কুমিল্লার সদর দক্ষিণ এলাকা থেকে মো. শাহজালাল নামে আরেকজনকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৬ ভরি ৪ আনা পরিমান স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর