১৩ আগস্ট, ২০২২ ১১:২৫

নদীতে ডুবে যাওয়া শ্রমিকের লাশ ৪ দিন পর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নদীতে ডুবে যাওয়া শ্রমিকের লাশ ৪ দিন পর উদ্ধার

প্রতীকী ছবি

বরিশালের উজিরপুরে সন্ধ্যা নদীতে লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া বাল্কহেডের ভেতর থেকে নিখোঁজ শ্রমিক মো. মিলনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। নিখোঁজের চারদিন পর শুক্রবার বিকেলে উপজেলার বানারীপাড়ার সন্ধ্যা নদী সংলগ্ন মসজিদবাড়ি এলাকায় ডুবে যাওয়া বাল্কহেড ইফতি-রিজভী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বানারীপাড়া থানার ওসি মো. মাসুদ আলম চৌধুরী জানান, মো. মিলনের (৩৫) লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। বাল্কহেডটি উদ্ধারের চেষ্টা চলছে। এর আগে গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সন্ধ্যা নদীর ডাবেরকুল ঘটনাস্থল থেকে বাল্কহেড মিস্ত্রী মো. কালামের (৪৫) লাশ উদ্ধার করা হয়।

গত সোমবার রাতে উজিরপুরের সন্ধ্যা নদীতে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি মনিং সান-৯ এর ধাক্কায় একটি বাল্কহেড ডুবে যায়। নিখোঁজ হয় বাল্কহেডে থাকা দুইজন শ্রমিক। ফেটে যায় লঞ্চের তলা। পরে লঞ্চটির তলা সাময়িক মেরামত করে পরদিন মঙ্গলবার গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনায় থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি বলে জানিয়েছেন বানারীপাড়া থানার ওসি মো. মাসুদ আলম চৌধুরী।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর