১৮ আগস্ট, ২০২২ ১৪:৫২

ডিম ও পোল্ট্রি বাজারে প্রশাসনের অভিযানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ডিম ও পোল্ট্রি বাজারে প্রশাসনের অভিযানে জরিমানা

বরিশালে পোল্ট্রি মুরগী ও ডিম বিক্রির ৫টি দোকানে অভিযান চালিয়ে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর বাজার রোড ও নতুন বাজার এলাকায় এই অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে অভিযান চলাকালে ক্রয়-বিক্রয় মেমো ও মূল্য তালিকা না থাকা এবং অতি মুনাফা করার অপরাধে মদিনা ডিম বিক্রেতাকে ৫ হাজার টাকা, শেখ স্টোর্সে দেড় হাজার, শেখ পোল্ট্রিতে ৪ হাজার, কালাম মিট হাউজে ২ হাজার এবং বনিক স্টোর্স থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

এ সময় সংস্থার সহকারী পরিচালক সুমী রানী মিত্র, সহকারী পরিচালক সাফিয়া সুলতানা ও ক্যাব সদস্য জাহাঙ্গীর মোল্লা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর