রাজধানীর বিজয়নগরের একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতি ও আগুন লাগার কারণ জানা যায়নি। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ভবনে আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলে ১৩টি ইউনিট কাজ করে রাত ৮টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ভবনটির দোতলায় হামীম ইলেকট্রনিকসের গোডাউন বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/আরাফাত