নিত্যপণ্যের মূল্য এবং পরিবহন ভাড়া কমানোর দাবিতে বামজোটের দেশব্যাপী অর্ধ দিবস হরতালে বরিশালের জনজীবনে তেমন কোন প্রভাব পড়েনি। তবে সকালের দিকে বাম জোট কর্মীরা সদর রোডের যান চলাচলে বাধার সৃষ্টি করায় স্কুলগামী শিক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হয়। তবে যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি রোধে সতর্ক ছিলো পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনী।
অর্ধদিবস হরতাল সফল করতে আজ বৃহস্পতিবার সকাল ৬টার আগে থেকে সদর রোডে অবস্থান নেয় বামজোটের নেতাকর্মীরা। তারা হরতালের সমর্থনে নাজিরের পোল থেকে দক্ষিণ সদর রোড এলাকায় লাল পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল করে। বিভিন্ন যানবাহন চলাচলে বাধার সৃষ্টি করে। যানবাহন চালকদের তারা হরতাল পালনের আহ্বান জানায়। এ কারনে সকালের দিকে সদর রোড এলাকায় স্কুলগামী শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন। তবে হরতাল চলাকালে যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি রোধে তৎপর ছিলো আইন শৃঙ্খলা বাহিনী।
সদর রোডে সকালের দিকে বামজোট কর্মীদের কিছু তৎপরতা থাকলেও নগরীর অন্যান্য এলাকা কিংবা জেলায় এর কোন প্রভাব ছিলো না।
হরতাল চলাকালে বরিশাল থেকে স্থানীয় ও অভ্যন্তরীন এবং দূরপাল্লা রুটের বাস-লঞ্চ চলাচলও ছিলো স্বাভাবিক। ব্যবসা-বাণিজ্য কেন্দ্রও চলেছে স্বাভাবিকভাবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ