আসন্ন রংপুর সিটি করপোরশনের নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থীরা জনসংযোগ ও প্রস্তুতিমূলক সভা অব্যাহত রেখেছে। আওয়ামী লীগের কমপক্ষে ১০ জন প্রার্থী প্রতিদিন কোথাও না কোথাও জনসংযোগ করছে।
বৃহস্পতিবার দুপুরে মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মটর শ্রমিক নেতা এমএ মজিদকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন দেওয়ার দাবিতে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সকল শাখার শ্রমিক নেতৃবৃন্দদের উদ্যোগে প্রস্ততিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল মটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন ও রংপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের সম্পাদক এমএ মজিদ। তিনি বলেন, ‘‘আমি আসন্ন মেয়র পদে নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশা করছি। আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচনে অংশগ্রহণ করব’’।
এ সময় আরও বক্তব্য রাখেন রংপুর মেডিকেল মোড় যুব শ্রমিক লীগের সভাপতি দিপু, সাধারণ সম্পাদক পলাশসহ বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ।
এছাড়া সভায় আগামী পহেলা সেপ্টেম্বর নগরীর মডার্ন মোড়ে এক সমাবেশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা