রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে আগারগাঁও পানির ট্যাংকি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এরা হলেন শাহাদাত হোসেন ওরফে সাগর (২৩) ও মো. রোকন উদ্দিন (৩২)। তাদের দুজনের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুরে। বর্তমানে ওই ভবনেই থাকতেন তারা।
নিহতদের সহকর্মী কবির হোসেন জানান, নির্মাণাধীন ১৪তলা ভবনে কাজ করার সময় হঠাৎ সাগর ও মো. রোকন নিচে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল