ঢাকার ধামরাইয়ে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের স্থান নির্ধারণ নিয়ে দলটির দুইপক্ষের মধ্যে উত্তেজনা ও ধস্তাধস্তি হয়েছে। শুক্রবার ধামরাই সিটি সেন্টারের হল রুমে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে স্থান নির্ধারত হয়। এ সম্মেলন সফল করতে শুক্রবার ধামরাই সিটি সেন্টারের হল রুমে এক প্রস্তুতি সভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। সভায় সাবেক এমপি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মালেক ওই স্থানে সম্মেলনের করার বিষয়ে আপত্তি জানান। তিনি যাত্রাবাড়ী মাঠে প্রস্তাব করেন। এতে কথা কাটাকাটর এক পর্যায়ে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এর একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনার পর এলাকাজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা গেছে, ধামরাইয়ে আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে উপজেলা ত্রিবার্ষিক সম্মেলন। এর আগে থেকে সাবেক ও বর্তমান এমপির মধ্যে চরম দলীয় কোন্দল চলে আসছিল। তারা পাল্টাপাল্টি আগস্ট মাসের শোক দিবসও পালন করে আসছেন।
সম্মেলন প্রস্তুতি কমিটির কয়েকজন নেতা জানান, ত্রি-বার্ষিক সম্মেলনের ব্যাপক আয়োজন আর লোকজনের সমাগম হবে অনেক। তাই হার্ডিঞ্জ মাঠটিই বড় বিধায় আমরা নির্ধারণ করি। এতে কারও আপত্তি থাকার কথা নয়। আশা করি, এ ভুল বোঝাবুঝির অবসান ঘটবে।
এ ব্যাপারে বর্তমান এমপি বেনজীর আহমদ জানান, প্রস্তুতি কমিটি হার্ডিঞ্জ মাঠে নির্ধারণ করেছে। এতে আমি সমর্থন দিয়েছি।
সাবেক এমপি এম এ মালেকের মুঠোফোনে কল দিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে, এ সম্মেলনের প্রস্তুতি কমিটির আহ্বায়ক ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম রতন সম্মেলনের ভেনু ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে করার জন্য প্রতিষ্ঠানের সভাপতি বরাবর বরাবর আবেদন করেন। এতে কর্তৃপক্ষ তাদের মাঠ ব্যবহারের অনুমতি দেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ