বরিশালের বাকেরগঞ্জে যৌতুকের দাবিতে শিরিন আক্তার (২৬) নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে। গত বুধবার রাতে এবং পরদিন বৃহস্পতিবার সকালে নির্যাতনে আহত শিরিনকে শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আহত শিরিন আক্তার বাকেরগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের সিএন্ডবি রোড এলাকার মিজানুর রহমানের স্ত্রী।
শিরিন আক্তারের মা হাসিনা বেগম জানান, বিভিন্ন সময় নানা অজুহাতে টাকা দেয়ার পরও সম্প্রতি বড় অংকের যৌতুক দাবি করে মেয়ে জামাই। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বুধবার রাতে এবং বৃহস্পতিবার দুই দফা শিরিন আক্তারকে মারধর করে স্বামী ও তার বাবা-মা। নির্যাতনের মুখে শিরিন আত্মহত্যার চেষ্টা চালায়। খবর পেয়ে তারা ওই বাড়ি গিয়ে শিরিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সত্য রঞ্জন খাসকেল জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর