জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশালের বেসরকারি সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ হাসপাতালে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর কালিজিরায় মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত ক্যাম্পে প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।
মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. গোলাম মাহমুদ সেলিম, অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ হাসপাতালটির সার্জারি বিভাগ, হৃদরোগ বিভাগ, নাক-কান-গলা বিভাগ, নিউরোলজী বিভাগ, অর্থোপেডিকস বিভাগ, মানসিক রোগ বিভাগ, চর্ম ও যৌন বিভাগ, গাইনী বিভাগ, রেডিওলজি বিভাগ, প্যাথলজী বিভাগের চিকিৎসক ও জেনারেল প্রাকটিশনার ডা. মো. দেলোয়ার হোসেনসহ বরিশালের স্বনামধন্য চিকিৎসকরা রোগীদের চিকিৎসা প্রদান করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্প চলাকালে প্রথমবারের মতো সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ হাসপাতালে ডায়াবেটিস কর্নার চালু করা হয়। চিকিৎসকবৃন্দ ডায়াবেটিস কর্নার উদ্বোধনের পর ডায়াবেটিস রোগীদেরও চিকিৎসা সেবা প্রদান করেন। জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপী এই স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করা হয় বলে জানিয়েছেন সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. এস এম সারওয়ার।
বিডি প্রতিদিন/আবু জাফর