গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি ও ভোলার ছাত্রদল নেতার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার সাহেব বাজার এলাকায় উপজেলা বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ।
এ সময় বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি কে এম ফজলুল হক মিলন, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য মেয়র মুজিবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী ছাইয়্যেদুল আলম বাবুল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুজ্জামান শিপলু বকসী প্রমুখ।
অপরদিকে পৌর বিএনপির উদ্যোগে কালিয়াকৈর বাজারের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন।
এতে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খান, কেন্দ্রীয় বিএনপিরসহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চুসহ বিএনপির বিভিন্ন কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/এমআই