আওয়ামী লীগ গণতান্ত্রিক চর্চা করে না বলেই তাদের সাথে ১৪ দলীয় জোটে থাকার প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাসদ এর কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ নাজমুল হক প্রধান।
শনিবার দুপুরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জেলা ও মহানগর জাসদের কাউন্সিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরও বলেন, পুলিশ বাহিনী ছাড়া জনগণের সামনে আসার ক্ষমতা এই সরকারের নেই। সামনের নির্বাচন রাতে নয়, দিনের বেলায় প্রতিষ্ঠিত করতে বাধ্য করা হবে। বর্তমান সরকারকে উল্টো চড় না মারা পর্যন্ত তারা সোজা হবে না। পুলিশ বাহিনীকে অগণতান্ত্রিক কার্যক্রমের বিরেুদ্ধে স্বোচ্চার ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
জেলা জাসদ সভাপতি শহিদুল ইসলাম মিরনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সানাউল হক ছানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক বাদল খান, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক করিম সিকদার ও আবুল কালাম আজাদ বাদল, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক সাইদুর রহমান এবং জাসদ ঢাকা মহানগরের (দক্ষিণ) সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম খোকন। কাউন্সিলে প্রধান বক্তা ছিলেন জাসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনিচুজ্জামান।
কাউন্সিলে শহিদুল ইসলাম মিরনকে সভাপতি ও সানাউল হক ছানাকে সাধারণ সম্পাদক করে জেলা জাসদ এবং রফিকুল ইসলামকে সভাপতি ও মনতোষ সিকদারকে সাধারণ সম্পাদক করে মহানগর জাসদের সংক্ষিপ্ত কমিটি ঘোষণা করা হয়। এর আগে সকালে জাতীয় পতাকা এবং জাসদের দলীয় পতাকা উত্তোলন করে কাউন্সিলের উদ্বোধন করেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল