হোমিওপ্যাথী রেজিস্ট্রার্ড চিকিৎসকদের বিরুদ্ধে মামলা ও হয়রানীর প্রতিবাদে দেশের অন্যান্য স্থানের মতো বরিশালেও দুই দিনের কর্মবিরতি পালন করেছে হোমিওপ্যাথী চিকিৎসকরা। কর্মসূচির শেষ দিন রবিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত হোমিও ফার্মেসী এবং চেম্বার বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন বরিশাল জেলা ও মহানগর হোমিওপ্যাথী সমিতির সদস্যরা। এ সময় বন্ধ ছিলো সকল হোমিও শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতালও।
শেষদিনের কর্মসূচি চলাকালে সকালে নগরীর বটতলা এলাকায় বরিশাল হোমিওপ্যাথী মেডিকেল কলেজ হাসপাতালের অডিটরিয়ামে এক প্রতিবাদ সমাবেশ করে তারা।
সমাবেশে চিকিৎসকরা বলেন, চিকিৎসা ব্যাবস্থাপত্রে ডাক্তার লেখার কারনে গত ২২ আগস্ট নারায়নগঞ্জে একজন চিকিৎসককে আটক করা হয়েছে। এর প্রতিবাদে দেশব্যাপী কর্মসসূচির অংশ হিসেবে বরিশালেও কর্মবিরতি পালন করা হয়েছে। আগামীতে আর কোন হোমিও চিকিৎসককে হয়রানী করা হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন সংগঠনের জেলা কমিটির সাধারন সম্পাদক ডা. এইচ এম ইমরুল হাসান।
বিডি প্রতিদিন/এএ