বরিশালে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জাকের পার্টির ছাত্রফ্রন্টের উদ্যোগে আলোচনা সভা এবং একই সাথে সংগঠনের জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১টায় নগরীর সদর রোডের কীর্তনখোলা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাকের পার্টির ছাত্রফ্রন্টের বরিশাল বিভাগীয় সভাপতি মিলন হোসেনের সভাপতিত্বে আলোচনা ও পরিচিতি সভায় বক্তব্য রাখেন জাকের পার্টির ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক স্বপন মাহমুদসহ বরিশাল বিভাগের ৬টি জেলার জাকের পার্টির ছাত্রফ্রন্টের নেতারা।
সভায় আগামী দিনে জাকের পার্টির ছাত্রফ্রন্টের কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর