২ অক্টোবর, ২০২২ ১৯:৩৬

বরিশালে গৃহবধূ হত্যার বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে গৃহবধূ হত্যার বিচার দাবি

বরিশালে গৃহবধূ হত্যার বিচার দাবিতে মাবববন্ধন

বরিশাল নগরীর ভাটিখানা এলাকার গৃহবধূ মোর্শেদা আক্তার সাথী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। রবিবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জেলা বাসদ ও মহিলা ফোরামের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা মহিলা ফোরামের সহসভাপতি মাফিয়া বেগমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ইমাম হোসেন খোকন, জেলা বাসদের সদস্য দুলাল মল্লিক, মানিক হাওলাদার, মহিলা ফোরামের সদস্য শানু বেগম এবং নিহত গৃহবধূর ভাই নজরুল ইসলাম প্রমুখ।

এর আগে একই দাবিতে সদর রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশে মিলিত হয়।

গত ২৩ সেপ্টেম্বর রাতে নগরীর ভাটিখানা এলাকায় মোর্শেদা আক্তার সাথীর শরীরে কেরসিন দিয়ে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ ওঠে। পরে ৩০ সেপ্টেম্বর ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর