নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং নৈতিক মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে লাল সবুজ উন্নয়ন সংঘ'র উদ্যোগে সিদ্ধিরগঞ্জের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে এ মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লাল সবুজ উন্নয়ন সংঘ'র প্রতিষ্ঠা সভাপতি কাওসার আলম সোহেল।
লাল সবুজ উন্নয়ন সংঘ'র উপদেষ্টা বিল্লাল হোসেন রবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান ও সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল মতিন মিল্টন, নারায়ণগঞ্জ লাল সবুজ উন্নয়ন সংঘ'র সভাপতি আশিক রহমান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, অর্থ-সম্পাদক আনন্দ, শিক্ষা বিষয় সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।
এসময় শিক্ষার্থীদের নান প্রশ্নের উত্তর দিয়ে বলেন ওসি মশিউর রহমান বলেন, ১৮ বছরের পূর্বে মেয়েদের বিবাহ দেওয়া যাবে না। বাল্যবিবাহের প্রতিবাদ করতে হবে। যে বন্ধু সিগারেট খেতে বলে সে কোন ভালো বন্ধু হতে পারে না। স্মার্ট বন্ধু হতে সিগারেট খাওয়া লাগে না। মাদকাসক্ত হওয়ার উৎস স্থল হলো সিগারেট সেবন করা।
বিডি প্রতিদিন/আরাফাত