‘ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের (ডিআইপি) কর্মকর্তা-কর্মচারীরা নানা সীমাবদ্ধতার মধ্যেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অধিদফতরের সেবাকে সহজ করতে আমাদের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে ডিআইপিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।’
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ডিআইপি সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন সংস্থাটির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার। নবনিযুক্ত ডিআইপির ডিজির সঙ্গে পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন রিপোটার্স ফোরামের (পিআইআরএফ) নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।
পিআইআরএফ’র সভাপতি দৈনিক ভোরের কাগজের আছাদুজ্জামানের নেতৃত্বে সংগঠনের নির্বাহী কমিটির সদস্যরা ডিআইপির নবনিযুক্ত ডিজিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নবনিযুক্ত ডিজি সংগঠনের সদস্যের সঙ্গে পরিচিত হন এবং শুভেচ্ছা বিনিময় করেন। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি দৈনিক ইত্তেফাকের জামিউল আহসান সিপু, সহ-সভাপতি রুহুল আমিন তুহিন, সাধারণ সম্পাদক দৈনিক কালবেলার আতাউর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের আলী আজম, সাংগঠনিক সম্পাদক দৈনিক বণিক বার্তার নেহাল হাসনাইন, দফতর সম্পাদক দৈনিক জনকণ্ঠ পত্রিকার ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে ডিআইপির অতিরিক্ত মহাপরিচালক (মাসব্য ও অর্থ) উম্মে সালমা তানজিয়া, অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট ভিসা ও ইমিগ্রেশন) সেলিনা বানু, ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাদাত হোসাইন, পরিচালক (প্রশাসন ও অর্থ) শিহাব উদ্দিন খান, পরিচালক (পাসপোর্ট, ভিসা ও ইমিগ্রেশন) মো. সাঈদুল ইসলাম, সহকারী পরিচালক আজিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল