পুরান ঢাকার মিটফোর্ডে ভেজাল বিরোধী অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ৩২ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত র্যাব-১০ ও ওষুধ প্রশাসন অধিদফতরের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।
তিনি বলেন, মিটফোর্ডে মেসার্স সততা মেডিসিন কর্ণারকে ড্রাগ লাইসেন্স ছাড়া ফার্মেসি চালানোর অভিযোগে ১০ লাখ টাকা; রেজিস্ট্রেশন বিহীন ওষুধ সংরক্ষণ, বিক্রি ও তাপ সংবেদনশীল ওষুধ যথাযথভাবে সংরক্ষণ না করার অভিযোগে ত্রিরত্ন মেডিসিন কর্ণারকে ১ লাখ টাকা এবং সজীব ড্রাগ হাউসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও হাতিরপুলে ইস্টার্ন প্লাজার ১০ম তলায় মেসার্স জুপিটার হেলথ কেয়ারকে ড্রাগ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং মানহীন ফুড সাপ্লিমেন্ট বিক্রির অপরাধে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত এসপি সাইফুর রহমান, ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক মুহিদ ইসলাম ও ওষুধ তত্ত্ব বধায়ক ফারজানা শবনম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত