বরিশালের হিজলায় দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন হিজলা উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী। উপজেলা প্রশাসন আয়োজিত মেলায় প্রশাসনের সকল দপ্তর নিজ নিজ স্টলে তাদের ডিজিটাল সেবা প্রদর্শন করে।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী ছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবিব আল আজাদ জনি ও উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মাছুম বিল্লাহসহ অন্যান্যরা।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার বলেন, সরকারের সেবাসমূহ জনগণের কাছে পৌঁছে দেয়ার জন্য ই-সেবা চালু করা হয়েছে। কোনো নাগরিক যেকোনো সময় চাইলে সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করে সেবাসমূহ জানতে পারেন। সিটিজেন চার্টার থেকেও সেবার বিষয়ে জানতে পারেন নাগরিকরা।
মেলার প্রত্যেকটি স্টলে নিজ নিজ দপ্তরের ডিজিটাল সেবার আধুনিক যন্ত্র প্রদর্শন করে সরকারি বিভিন্ন দপ্তর। সভা শেষে কর্মকর্তারা স্টলগুলো পরিদর্শন করেন।
বিডি প্রতিদিন/এমআই