ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য এবং কৃষকদের পণ্যের সঠিক মূল্যপ্রাপ্তি নিশ্চিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩২ নম্বর ওয়ার্ডের লালমাটিয়ায় প্রতি সপ্তাহে নিয়মিত বসবে কৃষকের বাজার।
শুক্রবার লালমাটিয়ায় নেদারল্যান্ডস সরকারের সহায়তায় ঢাকা উত্তর সিটি করপোরেশন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সম্মিলিত উদ্যোগে লালমাটিয়ার বি ব্লকে মহিলা কলেজের পেছনের রাস্তায় কৃষকের বাজারের উদ্বোধন করা হয়।
এ বাজারে প্রতি শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাভারের তেঁতুলঝোড়া থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক যাচাই করা ১০ জন নিরাপদ চাষি তাদের উৎপাদিত সবজি এবং ফলমূল বিক্রি করবেন।
উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্টন বলেন, কৃষকদের উৎপাদিত নিরাপদ পণ্য সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দিতে কৃষকের বাজারের আয়োজন। আমরা সফল হলে মধ্যস্বত্বভোগী নয়, বরং কৃষকরা লাভবান হবে। তারা নিরাপদ চাষে আগ্রহী হয়ে উঠবে। এলাকাবাসীর প্রতি অনুরোধ আপনারা বাজারটি সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা করবেন।
বিডি প্রতিদিন/এএ