বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক আকতারুজ্জামানের বাবা আলহাজ্ব মাওলানা মো. আশরাফুজ্জামান আর নেই।
আজ বিকাল ৩টায় নিলফামারীর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ)।
কর্মজীবনে তিনি নীলফামারী সদরে অবস্থিত টুপামারী ফাজিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। এছাড়া এলাকায় অনেক মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠার সঙ্গে জড়িত ছিলেন তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় নামাজে জানাযা শেষে দাফন করা হবে।
আকতারুজ্জামানের পিতার মৃত্যৃতে বাংলাদেশ প্রতিদিন পরিবার শোকাহত।
বিডি প্রতিদিন/আরাফাত