রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- রবিউল ইসলাম ও তার স্ত্রী বেবী আক্তার। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে যাত্রাবাড়ী থানা পুলিশ বাসার দরজা ভেঙে লাশ দুটি উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। প্রকৃত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাসার দরজা ভেঙে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/আরাফাত