ঢাকার নবাবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার শোল্লা বৈদ্দার মোড় এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় দুই হাজার পিস ইয়াবা ও ১০৫ লিটার চোলাই মদসহ মো. শাকিলকে নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শাকিল যন্ত্রাইল ইউনিয়নের হরিস্কুল গ্রামের মিজানুর রহমানের ছেলে।
মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাকিলকে গ্রেফতার করেছে।
নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ গণমাধ্যমে বলেন, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে তিনি সকল মহলের সহযোগিতা কামনা করেন।
বিডি প্রতিদিন/এএ