রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১২ কেজি গাঁজা উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। গ্রেফতার ব্যক্তির নাম বাহারুল (৩৪)। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ভোরে র্যাব-৩ যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের মূলহোতা বাহারুলকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-৩ অধিনায়ক জানান, গ্রেফতার আসামি মাদক কারবারের বিষয়টি স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে অবৈধ মাদকদ্রব্য রাজধানীর বিভিন্ন এলাকায় এনে কেনাবেচা করছিলেন। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএ