মতিঝিল বিভাগের ডিসি মো. হায়াতুল ইসলাম খান বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য আবারও বিএনপিকে পুলিশ অনুরোধ জানিয়েছে। যদি তারা (বিএনপি) সেখানে সমাবেশ করতে চান, তাহলে তারা যে সমস্যার কথা বলেছে সেটা সমাধান করা হবে।
ডিসি হায়াতুল আরও বলেন, বিএনপিকে অনুমোদনহীন ও অনুমতি ব্যতীত কোথাও সমাবেশ করতে দেয়া হবে না। ডিএমপির অনুমোদন ছাড়া কোনো স্থানে কর্মসূচিও পালন করা যাবে না।
উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ করবে বিএনপি। অনুমতি পেলেও সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে আগ্রহী নয় দলটি। তারা নয়াপল্টনে সমাবেশ করতে আগ্রহী। আরামবাগ মাঠকেও বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তাব করেছেন বিএনপি। তবে তাতে সম্মতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ।
বিডি প্রতিদিন/ফারজানা