৮ ডিসেম্বর বরিশাল মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ চলাকালীন পাক বাহিনীর ক্যান্টনমেন্ট হিসেবে পরিচিত বরিশাল ওয়াপদা কলোনীর টর্চার সেল স্মৃতি স্তম্ভে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বৃহস্পতিবার সকাল ৯টায় নগরীর ওয়াপদা কলোনীর টর্চারসেলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাদিক আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদ তালুকদার মো. ইউনুস, বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান, ডিআইজি এসএম আকতারুজ্জামান, পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনসহ সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, জেলা ও মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বিডি প্রতিদিন/এএ