রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। দুই মামলায় গ্রেফতার দেখিয়ে নয়াপল্টন থেকে আটক করা বিএনপি নেতাকর্মীদের আদালতে হাজির করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়ে আসা হয় তাদের।
এর আগে বুধবার নয়াপল্টনে সংঘর্ষের পর পুলিশ বিএনপির তিন শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করে। ওই দিন বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মী ও পুলিশের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। অনেকে আহত হন।
বিডি প্রতিদিন/এএ