দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তাল মিলিয়ে দি চাইল্ড ল্যাবরেটরি স্কুলে শিক্ষার্থীদের নিয়ে বই উৎসব করা হয়েছে।
রবিবার রাজধানীর দক্ষিণখান ফায়দাবাদ ট্রান্সমিটার এলাকায় অবস্থিত দি চাইল্ড ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ জি এম শরীফের সভাপতিত্বে এই বই উৎসবের আয়োজন করা হয়।
বই উৎসবের প্রথম দিনে সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জি এম শরীফ। বছরের প্রথম দিনে প্রথম ক্লাসে এসে বই পেয়ে আনন্দে মেতেছে কোমলমতি শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন দি চাইল্ড ল্যাবরেটরি স্কুলের উপাধ্যক্ষ আখিরুজ্জামান আতিকসহ বিদ্যালয়ের সকল শিক্ষকরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন