৫ জানুয়ারি, ২০২৩ ১৬:৩৪

রাসিক মেয়রের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাসিক মেয়রের শীতবস্ত্র বিতরণ

কম্বল তুলে দেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন

রাজশাহীতে শীতবস্ত্র বিতরণ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার দুপুরে তিনি পৃথক দুটি অনুষ্ঠানে সাড়ে তিন হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
বেলা ১২টায় নগর ভবনের গ্রিনপ্লাজায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে রাজশাহী সিটি করপোরেশন। অনুষ্ঠানে কম্বল তুলে দেন রাসিক মেয়র খায়রুজ্জামান। এই কর্মসূচিতে রাজশাহী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ৪০০ জন, উলামা কল্যাণ পরিষদের ১০০০ জন, দিনের আলো হিজড়া সংঘের ২০০ জন, বিজয় প্রতিবন্ধী সংঘের ২০০ জন ও কিশোর ফুটবল একাডেমির ২০০ জনকে কম্বল প্রদান করা হয়।
অন্যদিকে খুলিপাড়া ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেড় হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন রাজশাহী সিটির এই মেয়র। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদৎ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর