৮ জানুয়ারি, ২০২৩ ১৩:২৩

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

অনলাইন ডেস্ক

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

রাজধানীর রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের সামনে ট্রাকের ধাক্কায় মোহাম্মদ রাব্বি (২২) নামে এক ভ্যান আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালক ওয়াহিদ মিয়া (৩৫) আহত হয়।

রবিবার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় রাব্বিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভ্যানচালক ওয়াহিদ মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আহত ভ্যানচালক ওয়াহিদ মিয়া জানান, সকালে রাব্বি মুরগি নিয়ে যাওয়ার সময় মোহাম্মদপুরের বুদ্ধিজীবী কবরস্থানের এক নম্বর গেটের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা ট্রাক আমার ভ্যানকে ধাক্কা দেয়। ভ্যানে থাকা রাব্বি ভ্যান থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তিনি আরও জানান, রাব্বি নরসিংদী জেলার রায়পুরা থানার তলাতুলী গ্রামের জয়নালের ছেলে। তিনি একটি দোকানে কর্মচারী ছিলেন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর