সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনের পর দেশে ফিরেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ১৩ জানুয়ারি তার দেশে ফেরার কথা থাকলেও দুদিন আগেই দেশে ফিরলেন তিনি।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। ইমিগ্রেশন শেষে সাড়ে ১২টায় এয়ারপোর্ট থেকে বের হন। এসময় কয়েকশ নেতাকর্মী এয়ারপোর্টে তাকে স্বাগত জানান।
এর আগে মঙ্গলবার বিকালে গণঅধিকার পরিষদ থেকে জানানো হয়েছিল, আগামী ১৩ জানুয়ারি ওমরা পালন শেষে দেশে ফিরবেন নুর।
নুরের দেশে ফেরার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে গণঅধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক আবু হানিফ।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর দিবাগত রাতে ওমরার উদ্দেশ্যে দেশত্যাগ করেছিলেন নুর।
বিডি প্রতিদিন/আরাফাত