রাজধানীর কোতয়ালী থানার বাদামতলী এলাকা থেকে মো. হৃদয় (২০) নামে হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
বুড়িগঙ্গা নদীতে রহস্যজনক ইসমাইল হত্যা মামলার পলাতক আসামি ওই তরুণ। মঙ্গলবার (১৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১০।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৭ জানুয়ারি) র্যাব-১০ এর একটি দল বাদামতলী এলাকায় অভিযান চালায়। অভিযানে কামরাঙ্গীরচর থানার বুড়িগঙ্গা নদীতে রহস্যজনক ইসমাইল হত্যা মামলার অন্যতম আসামি মো. হৃদয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলেও জানায় র্যাব।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ