বরিশাল শের-ই বাংলা মেডিকেলের শিশু ওয়ার্ড থেকে চুরি হওয়া এক নবজাতককে এক ঘণ্টা পর নগরীর আমানতগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে নবজাতকটি চুরি হয়। এর ঘণ্টাখানেক পর তাকে উদ্ধার করে মায়ের কাছে হস্তান্তর করে মেট্রোপলিটন পুলিশ। শিশুটি চুরির ঘটনায় অভিযুক্ত এক নারীকে আটক করা হয়েছে।
নবজাতকের ফুফু রেনু বেগম জানান, নগরীর কাউনিয়া বিসিক রোড এলাকার বাসিন্দা একটি কারখানা শ্রমিক মো. হেলালের স্ত্রী কাকলী বেগমকে গত ১৬ জানুয়ারি শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ও প্রসুতি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে মঙ্গলবার দুপুর আড়াইটায় অস্ত্রোপচার মাধ্যমে তার একটি পুত্র সন্তান হয়।
বুধবার দুপুরে হাসপাতলের তৃতীয় তলার ওই ওয়ার্ডে নবজাতক সন্তান নিয়ে বিছানায় ঘুমিয়ে ছিলেন কাকলী। তার স্বামী জরুরি প্রয়োজনে বাসায় চলে যায়। রোগীর পাশে থাকা নবজাতকের ফুফু রেনু বেগম দুপুর সাড়ে ১২টার টার দিকে টয়লেটে যায়। তিনি ফিরে এসে দেখেন ঘুমিয়ে থাকা কাকলীর পাশে নবজাতকটি নেই। তার ডাক-চিৎকারে অন্যান্যরা এগিয়ে আসে এবং পুলিশে খবর দেয়া হয়।
পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে দুপুর দেড়টার দিকে নগরীর আমানতগঞ্জ এলাকা থেকে ওই শিশুকে উদ্ধার করে। এসময় শাহিনুর বেগম নামে এক নারীরকে আটক করে পুলিশ। বিকেলে মেট্রোপলিটন পুলিশের পদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে নবজাতককে তার মায়ের কোলে ফিরিয়ে দেয় কোতয়ালী থানা পুলিশ। এ সময় শিশুটির মাসহ স্বজনরা আবেগাপ্লুত হয়ে পড়েন। শিশুটির বাবা হেলাল এ ঘটনার বিচার দাবি করেন।
মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আলী আশরাফ ভূঁঞা বলেন, অসৎ উদ্দেশ্যে শিশুটিকে চুরি করা হতে পারে। শিশু চুরির ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েয়সহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।
বিডি প্রতিদিন/এমআই