রাজধানীর মুগদা থানার দক্ষিণ মান্ডা এলাকায় জমির আলী (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জমির আলী মুগদা থানার দক্ষিণ মান্ডার দুদুমিয়া রোডের শেষ মাথার ১৯৭৭ নম্বর বাসার নিচ তলায় ভাড়া থাকতেন। তার বাবার নাম মৃত মির্জা আলী। বুধবার (১৮ জানুয়ারি) এ ঘটনাটি ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুর দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস আলম। তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। পরে সুরতহাল প্রতিবেদন শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আমরা তার পরিবার ও আত্মীয়স্বজনের সাথে কথা বলে জানতে পারি সে দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল। সকালে অনেক ডাকাডাকি করলেও দরজা না খোলায় পুলিশকে খবর দিলে পরে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ