জাতীয় শিক্ষাক্রম-২০২০ বাতিল, ভুলে ভরা নিম্নমানের ছাপা সংবলিত বই বাতিল, শিক্ষা উপকরণের মূল্য কমানো এবং সরকারের দুঃশাসনের বিরুদ্ধে বরিশালে সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। ছাত্রফ্রন্টের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর ছাত্রফ্রন্টের উদ্যোগে শনিবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর ছাত্রফ্রন্টের সহসভাপতি হাফিজুর রহমান রাকিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, ছাত্রফ্রন্ট বিএম কলেজ শাখার সাধারণ সম্পাদক বিজন সিকদার, মহানগর শাখার দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম ও আলেকান্দা কলেজ সংগঠক লামিয়া সায়মনসহ অন্যান্যরা।
সমাবেশে বক্তারা জাতীয় শিক্ষাক্রম-২০২০ বাতিল, ভুলে ভরা নিম্নমানের ছাপা সংবলিত বই বাতিল ও শিক্ষা উপকরণের মূল্য কমানোর দাবি জানান। একই সাথে সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য ছাত্রফ্রন্ট নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। সমাবেশ শেষে একই দাবিতে ছাত্রফ্রন্টের একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/এমআই