রফিকুল ইসলাম আকনকে সভাপতি, বাবুল হাওলাদারকে সাধারণ সম্পাদক এবং মো. সেলিম হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে বরিশাল সদর উপজেলা শাখা শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার সকালে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে জেলা শ্রমিক দলের এক সভায় এই কমিটি ঘোষণা দেয়া হয়।
জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হক ফরাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম জি কবীর ফারুক।
বিডি প্রতিদিন/এমআই