রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ফুটপাতে পড়ে থাকা ৭০ বছর বয়সী এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে দুই পথ শিশু। রবিবার দুপুরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই বৃদ্ধকে উদ্ধার করে নিয়ে আসা পথশিশু হৃদয় ও জাহিদ জানায়, গতকাল রাতে আমরা দেখেছি- লাঠিতে ভর করে ওই বৃদ্ধ ফুটপাত দিয়ে হাঁটাহাঁটি করছিল। দুপুরে তাকে ওইখানে অচেতন অবস্থায় পাই। পরে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, কমলাপুর থেকে দুই পথ শিশু অচেতন অবস্থায় এক বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এ বৃদ্ধকে দেখে ভবঘুরে মনে হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি। তার গায়ে ফুল হাতা শার্ট ও পরনে আছে একটি লুঙ্গি।
বিডি প্রতিদিন/এএ