বরিশাল সরকারি বিএম কলেজে ‘বাংলাদেশ স্টাডিজ এবং বাংলাদেশ-ভারত আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজের হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানসহ দুটি অধিবেশনে জ্ঞান সৃজন এবং জ্ঞান চর্চার বিষয় নিয়ে আলোচনা হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন সরকারি বিএম কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া। সভাপতিত্ব করেন সেমিনার কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম। পরের অধিবেশনে সভাপতি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. মো. মুহসিন উদ্দীন।
অধিবেশনে প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মহুয়া সরকার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গবেষক ফেলো মো. মোশারফ হোসেন।
প্রবন্ধ পাঠ করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক শুভদীপ দাস এবং বিএম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও গবেষক ড. মু. ইব্রাহীম খলিল। স্বাগত বক্তব্য রাখেন সেমিনারের বিশেষ অতিথি বিএম কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. আল আমিন সরোয়ার।
বিডি প্রতিদিন/এমআই