ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাল খানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে নষ্ট হয়েছে মামলার আলামত।
এর আগে দুপুর সোয়া ১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। গোটা আদালত পাড়ায় বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সংযোগ।
ফায়ার সার্ভিস অধিদপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত