১১ ফেব্রুয়ারি, ২০২৩ ০৩:০২

রাজধানীর বাড্ডায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

রাজধানীর বাড্ডায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডা থানার ভাওয়ালিয়া পাড়া মোড় এলাকায় অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) নওশাদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় পাই। পরে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠাই।

তিনি আরও বলেন, আশপাশের লোকজনও ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি- মৃত ব্যক্তি ভবঘুরে ছিলেন। আমরা প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর