রাজধানীর খিলগাঁও তিলপাপাড়া এলাকার সড়ক থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬০। সোমবার এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
এর আগে গতকাল দিবাগত রাত ২টার দিকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সারোয়ার খান গণমাধ্যমে জানান, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। দুই-তিন দিন ধরে তিলপাপাড়া ১৪ নম্বর সড়কে ঘুরাঘুরি করছিলেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে মারা যাওয়া ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএ