বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। পিরোজপুর জেলা পুলিশ লাইনে কর্মরত পলাশ মোল্লা (২৩) নামে ওই কনস্টেবলের শরীরে প্রাথমিকভাবে নিপাহ ভাইরাসের উপসর্গ থাকার সন্দেহ করলেও পরীক্ষার রিপোর্টে সেই রকম কিছু পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম। মৃত পলাশ মোল্লা মাগুরা জেলার সদর উপজেলার ওলিমারা গ্রামের ওলিয়ার মোল্লার ছেলে।
পলাশের শ্যালক ফিরোজ আলম জানান, গত ১১ ফেব্রুয়ারি জ্বরে আক্রান্ত হন তিনি। ওইদিন সকালে তাকে ভর্তি করা হয় পিরোজপুর জেলা সদর হাসপাতালে। অবস্থার অবনতি হলে সেখান থেকে পলাশ মোল্লাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। রবিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় পলাশ মোল্লার মৃত্যু হয়।
হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম জানান, পলাশ মোল্লার মস্তিস্কে ইনফেকশন হয়েছিলো। উপসর্গ দেখে পলাশ মোল্লা নিপাহ ভাইরাসে আক্রান্ত ছিলেন বলে প্রাথমিকভাবে সন্দেহ করেন সংশ্লিস্ট ওয়ার্ডের চিকিৎসকরা। রবিবার সন্ধ্যার পর ঢাকার আইইডিসিআর থেকে তার নমূনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। রিপোর্টে তার শরীরে নিপাহ ভাইরাসের কোন লক্ষন পাওয়া যায়নি।
পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান জানান, রবিবার বিকেল ৩টায় পিরোজপুর জেলা পুলিশ লাইন মাঠে পলাশ মোল্লার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। মরদেহ গোসল, জানাজা এবং দাফনে স্বাস্থ্য বিধি অনুসরন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ